Madinatul Ulum Model Institute Fazil (Degree) Madrasah

মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা

সুশিক্ষা জাতির মেরুদন্ড

Image

অধ্যক্ষের বাণী

আস্সালামু আলাইকুম,
             সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য যিনি সকলের পালন কর্তা। ভূয়োশী প্রশংসার দাবীদার যাদের আর্থিক ও কায়িক শ্রমে চট্টলার পূর্ব-দক্ষিণ কিনারায় স্রষ্টার লীলাময় হ্রদয় নিংড়ানো ছায়া ঢাকা পাখি ডাকা বনানীঘেরা পাহাড়ী জনপদ বান্দরবান পার্বত্য জেলার সৌন্দর্য্যের লীলাভূমি মনোমুগ্ধকর পর্যটন স্পট নাইক্ষ্যংছড়ি সদরের অদুরে পাহাড়ের চুড়ায় শিক্ষাবান্ধব এক নৈস্বর্গিক মনোরম পরিবেশে অবস্থিত একমাত্র দ্বীনি শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ “মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি বিগত ০১/০১/১৯৯০ খ্রি. নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের উত্তর বিছামারা নামক জনবহুল এলাকায় মদিনাতুল উলুম মডেল ইনঃ ইবতেদায়ী মাদ্রাসা নামে প্রতিষ্ঠা লাভ করে। এলাকার শিক্ষানুরাগীদের সমন্বয়ে মোট ১১ সদস্য বিশিষ্ট একটি অর্গানাইজিং কমিটি দ্বারা মাদ্রাসাটি পরিচালিত হয়। অত্র মাদ্রাসার তৎকালীন সুপার বর্তমান অধ্যক্ষ জনাব মাওঃ মোহাম্মদ সৈয়দ হোসাইন এর আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক বিগত ০১/০১/১৯৯৭ খ্রি. মদিনাতুল উলুম মডেল ইনঃ ইবতেদায়ী মাদ্রাসাটি দাখিল স্তরে উন্নীত করা হয়। ফলে এলাকার শিক্ষার্থীরা নিজ বাসস্থানে থেকে নিরাপদে নিরবিঘ্নে অধ্যয়নের সুযোগ সৃষ্টি হয়। বান্দরবান পার্বত্য জেলার ৩০০  আসন হতে নির্বাচিত অপরাজিত মাননীয় সংসদ সদস্য বাবু বীর বাহাদুর উশৈসিং এর ঐকান্তিক প্রচেষ্টায় ০১/০৪/২০০১ খ্রি. হতে মাদ্রাসাটির দাখিল স্তর এমপিও সুবিধা প্রাপ্ত হয়। সর্বোপরি এলাকার চাহিদার কথা বিবেচনা করে অধ্যক্ষ জনাব মাওঃ মোহাম্মদ সৈয়দ হোসাইন এর আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক এলাকার চাহিদার কথা বিবেচনা করে বিগত ০১/০৭/২০১৫ খ্রি. মদিনাতুল উলুম মডেল ইনঃ দাখিল মাদ্রাসাটি আলিম স্তরে উন্নীত করা হয়। ফলে এলাকার শিক্ষার্থীরা নিজ বাসস্থানে থেকে নিরাপদে নিরবিঘ্নে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি হয়। মাননীয় সংসদ সদস্য বাবু বীর বাহাদুর উশৈসিং এর ঐকান্তিক প্রচেষ্টায় এবং অধ্যক্ষ মাওঃ মোহাম্মদ সৈয়দ হোসাইন কর্তব্য পরায়নতা ও দায়িত্বশীলতার কারণে বিগত ০৬/০৭/২০২২ খ্রি. হতে মাদ্রাসাটির আলিম স্তর এমপিও সুবিধা প্রাপ্ত হয়। মাদ্রাটিতে ইসলামী আররি বিশ্ববিদ্যালয়, ঢাকার অধীন ২০২২-২০২৩ সেশন হতে ফাজিল (ডিগ্রি) পাস স্তর খোলা হয়েছে। ২০২২-২০২৩ সেশনে ফাজিল (ডিগ্রি) পাস স্তরে মোট- ৭৫ জন ছাত্র-ছাত্রী ভর্তি করানো হয়েছে। বর্তমানে মাদ্রাটিতে ইসলামী আররি বিশ্ববিদ্যালয়, ঢাকার অধীন ফাজিল (ডিগ্রি) পাস পরীক্ষার কেন্দ্র  স্থাপন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
              প্রিয় আপামর মুসলিম তৌহিদী জনতা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ, অত্র মাদ্রাসাটি একটি আধুনিকতার দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইসলামি শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার চমৎকার সমন্বয় সাধন এবং বর্তমান প্রযুক্তিতে অগ্রগামী মাদ্রাসাটির  সকল কার্যক্রম। 
আমি  মাদ্রাসাটির উত্তরোত্তর  সফলতা প্রত্যাশা করি।
মাওঃ মোহাম্মদ সৈয়দ হোসাইন, (এম,এম+বি এ অনার্স+এম, এ-১ম শ্রেণি)
অধ্যক্ষ, অত্র মাদ্রাসা। ০১৮১৮৯০৬৯৯৫,০১৮১৫৯৭৮৩৮৯